কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার নতুন বাসস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- বান্দবানের নাইক্ষ্যংছড়ির মোহাম্মদ শফি (৪৩), একই এলাকার আমির হোসাইন (৫৪) ও রফিক উল্লাহ (২৯)। ওসি তৌহিদুল আনোয়ার বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।