কলাপাড়ায় নিজ বসতঘর থেকে স্বামী সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগমের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পেয়ারপুর গ্রামের বাড়িতে গতকাল তাদের লাশ পাওয়া যায়। আকলিমা সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজউদ্দিনের বাড়ি পাশের মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর সংলগ্ন নদীতে খেয়ানৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তিরেই একটি ঝুঁপড়ি ঘরে আকলিমাকে নিয়ে বসবাস করতেন। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, স্বামী-স্ত্রীর লাশ মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সিআইডি টিম তদন্ত শুরু করেছে।