গোপালগঞ্জের মুকসুদপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে শামিম মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। সোমবার রাত ৩টার দিকে উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। শামিম মিয়া উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, রাতে উপজেলার লখাইড়চর গ্রামের ঝিলু কাজীর গোয়ালঘর থেকে একটি গাভি ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আটজন। ট্রাকটি পশারগাতীর হাজীবাগ পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। গরুসহ আটজনকে আটকে তারা গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে রাখে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিম মারা যান।