কুমিল্লায় বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া ২০০ মিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ এবং এক কিলোমিটার পাইপলাইন অকেজো করা হয়। একই সঙ্গে অবৈধ গ্রাহকদের জরিমানা করা হয়। পাশাপাশি ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। গতকাল কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন।