কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে বালুখালী সীমান্ত এলাকায় এ অভিযান চালায় বিজিবি। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। আটক সাদেক হোসেন (২০) হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি এ তথ্য জানান।