তীব্র আন্দোলনের মুখে অবশেষে স্থগিত করা হয়েছে রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার প্রেস ব্রিফিংয়ে গতকাল দুপুর ১টার দিকে এ ঘোষণা দেন। এ সময় পার্বত্য জেলা পরিষদের নিয়োগ কমিটি উপস্থিত ছিল। এ ঘোষণায় প্রায় ৭ ঘণ্টা পর হরতাল প্রত্যাহার করে নেয় কোটাবিরোধী ঐক্যজোট। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ পার্বত্য জেলা পরিষদের অধীনে রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। ২০২৪ সালে ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রাণলয়ের প্রজ্ঞাপনে বেঁধে দেওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১% কোটার সিদ্ধান্ত না মেনে পার্বত্য জেলা পরিষদের নিজস্ব আইনে এ পরীক্ষার কার্যকম শুরু করে প্রতিষ্ঠানটি।