সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর এলাকায় গতকাল অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে নিয়ে ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮টি থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি। ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য জানান। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। জব্দ করা চোরাইপণ্য শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।