মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে' সেন্টু ওরফে পিচ্চি সেন্টু (৩৫)দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঁঠাদিয়া এলাকায় এ 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
নিহত সেন্টু ওরফে পিচ্চি সেন্টু (৩৫) উপজেলার পশ্চিম সোনরংয়ের জয়নাল ব্যাপারীর ছেলে।
পুলিশ বলছে, সেন্টুর বিরুদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ বিভিন্ন আইনের আটটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির এক মামলায় দুই বছরের সাজার আদেশ মাথায় নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন।
টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, ''সেন্টুকে বুধবার পাইকপারা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরের দিকে তাকে নিয়ে পুলিশ কাঁঠাদিয়ায় অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেন্টুর সহযোগীরা পুলিশের দিকে গুলি চালায়। এরপর পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সেন্টু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছয়টি গুলি তার গায়ে লাগে। পরে সেন্টুর লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।''
তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধের সময় টঙ্গীবাড়ি থানার এসআই জসিম উদ্দিন, কনস্টেবল দেলোয়ার হোসেন ও মিজানুর রহমান আহত হয়েছেন। তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব