জাগৃতির প্রকাশক ও সাবেক ছাত্র নেতা ফয়সাল আরেফীন দীপনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ নেতা হাবিবুল্লাহ হাবিব, তরিকুল ইসলাম, আব্দুল মজিদ প্রমুখ। বক্তারা দীপন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর ২০১৫/শরীফ