নাটোরের সিংড়ায় শতাধিক গুলি ও একটি এয়ারগানসহ মিঠন সরকার (২৮) নামে এক পাখি শিকারীকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির যৌথ অভিযানে উপজেলার জোড়মল্লিকা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মিঠনের বাড়ি আত্রাই-খাস খামার গ্রামে। পরে আটককৃত যুবকের মুছলেকা নিয়ে উপজেলা কোর্ট মাঠে জব্দ করা গুলি ও এয়ারগান বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৫/এস আহমেদ