নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার কাঁঠালিয়া গ্রামের মেস্ত্রী বাড়িতে বুধবার রাতে মাদকসেবনে বাধা দেওয়ায় মাদকসেবী স্বামী আবুল কাসেম পারভেজ (২৬) ক্ষিপ্ত হয়ে স্ত্রী মিনি বেগমের (২০) মুখে গরম চা ঢেলে দেয় এবং জোরপুর্বক কাঁচি দিয়ে স্ত্রীর মাথার চুল কেঁটে দেয়।
এ ঘটনায় স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়লে স্ত্রীর ভাই ও শাশুড়ি প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ঘর জামাই থাকা মাদকাসক্ত স্বামী ধারালো দ্যাঁ দিয়ে কুপিয়ে শাশুড়ি লাখি বেগম (৫০), শ্যালক সাগর (২২) ও মো: পারভেজ (১৭) একই বাড়ির শেপালি বেগম (৩৫) এবং তার মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী তাজ নাহার (১৫) কে কুপিয়ে গুরুতর আহত করেছে। পরে শ্বশুড় বাড়ির স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে জামাতাকে গণধোঁলায় দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও সোনাইমুড়ি বজরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, গত ১ বছর আগে সোনাইমুড়ি উপজেলার কৈশল্লবাগ গ্রামের মো: খোকনের ছেলে আবুল কাশেম পারভেজের সাথে একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মিনি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে শ্বশুড় বাড়িতে ঘর জামাই থাকত, মাদকাসক্ত স্বামী যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই নির্যাতন করত ও নেশা করে বাড়িতে ফিরত। বুধবার রাতে চায়ের সাথে নেশা মিশিয়ে ঘরে এসে স্ত্রীকে খাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে স্ত্রী খেতে অস্বীকার করলে স্বামী গরম চা গাঁয়ে ঢেলে দেয় এবং কাঁচি দিয়ে জোর পূর্বক মাথার চুল কেঁটে দেয়। স্ত্রীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে মাদকাক্ত জামাতা দ্যাঁ দিয়ে কুপিয়ে শাশুড়ি ও শ্যালক সহ ৫ জনকে গুরুতর আহত করে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়দেব বাবু ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গণপিটুনি দিয়ে স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন