ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৯টি দেশের প্রায় ১৮ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক ব্যক্তির নাম মাঈন উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাগপাচরা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মনির হোসেন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একুশে পরিবহনের বাসে তল্লাশির সময় যাত্রী মাঈন উদ্দিনের আচরণে সন্দেহ হলে তার সিট কভারের ভিতর থেকে ৯টি দেশের প্রায় ১৮ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৫/এস আহমেদ