বান্দরবানের আলীকদমে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুই অজ্ঞাত ব্যক্তির উদ্ধারের পরপরই এ ঘটনা ঘটলো। গতকাল দিবাগত রাতে জেলার আলীকদম-থানচি সড়কের ১৩ কিলোমিটার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, মরদেহটি সশস্ত্র সংগঠন ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) কোনো সদস্যের। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার মৃত্যু হতে পারে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই এলাকায় আর কোনো মরদেহ আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ও সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে।
আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন জানান, রাতে আলীকদম-থানচি সড়কের ১৩ কিলোমিটার এলাকায় একটি মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। সেখানে সেনা-পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে আলীকদম-থানচি সড়কের ১৩ কিলোমিটার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই পাহাড়ি যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২ জানুয়ারি ২০১৬/শরীফ