ময়মনসিংহের ত্রিশালে পারভেজ (২৭) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় দু’জনকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। আটকরা হলেন: উপজেলার চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মাজহারুল ইসলাম সুমন (২৮) ও একই গ্রামের মৃত সমর আলী ফকিরের ছেলে চাঁন মিয়া (৪৭)।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল সরকারের নেতৃত্বে শুক্রবার রাত ১১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক আধা ঘন্টার জন্য অবরোধ করে রাখে। পরে স্থানীয় থানা পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার রাত ১০ টার দিকে বাড়ির দিকে ফিরছিলেন পারভেজ। পথিমধ্যে গো-হাটা এলাকায় একদল দুবৃত্ত তাকে উপর্যুপুরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। পারভেজ ত্রিশালের চরপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে ।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি, ২০১৬/ রশিদা