বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো: শাহজাহান বলেছেন, ক্ষমতার মোহে সরকার মনে করেছে বিএনপি বিধস্থ হয়ে গেছে। বিএনপি বিধস্থ হয়নি, মামলা হামলার ভয়ভীতিতে বিএনপির নেতাকর্মীরা চুপচাপ আছে। পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা ঘুম থেকে উঠেছে। আগামীতে এই নেতাকর্মীদেরকে দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে বাধ্য করা হবে। পৌর নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি দেশের জনগণের কাছে পরিস্কার করেছে যে, বর্তমান নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীকে দিয়ে দেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
তিনি শনিবার দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলিনায়তনে জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ আজাদ, বিএনপি নেতা এ.বি.এম জাকারিয়া, আবদুর রহমান, মাহবুব আলমগীর আলো, সহিদুল ইসলাম কিরণ, মাঈন উদ্দিন ফরহাদ, যুবদল নেতা ভিপি জসিম উদ্দিন, ছাত্রদল নেতা ফরহাদ চৌধুরী চয়ন ও নিজাম উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন