মাদারীপুরে মাসব্যাপী মাদক বিরোধ অভিযান ও প্রচারনা শুরু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘মুক্তিসেনা হাইস্কুল এ্যান্ড কলেজ’ মাঠে-এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে শহরের স্বাধীনতা অঙ্গন থেকে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হয়।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস-এর সভাপতিত্বে মাদক বিরোধী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও এান মন্ত্রনালয়ের সচিব মো. শাহ কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত সচিব মো. আমীর হোসেন, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন