চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাসুম (২৮) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাসুম নাচোল উপজেলার নেজামপুর ষ্টেশনপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে।
আজ শনিবার বেলা ১১টার দিকে নেজামপুর ষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফাসিরুদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাসুম জেএমবির তালিকা ভুক্ত সদস্য। ইতি পূর্বেও তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হলে সে জামিন নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন