তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ এখনও যুদ্ধ, সংগ্রামের মধ্যে রয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে আগুনযুদ্ধের চক্রান্ত, যুদ্ধাপরাধীদের সাজা, জঙ্গিবাদের তাণ্ডব মোকাবেলায় আমরা সফল হয়েছি। তবে এখনও বিপদ কাটেনি। এখনও সংবিধানের প্রতি হুমকি আসছে।
আজ শনিবার দুপুরে যশোর টাউন হল রওশন আলী মঞ্চে জেলা জাসদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, বাংলাদেশে কোনদিন রাজাকারে সরকার, জঙ্গিবাদের সরকার, সামারিক সরকার হবে না। বর্তমানে এটাই বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য।
জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, দফতর সম্পাদক আনোয়ার ইসলাম বাবু, সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাবু।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন