পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের সুন্দরীপাড়া রেলগেটে মালবোঝাই ট্রাকের ধাক্কায় বাবলু মন্ডল (৫৮) নামে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ী বাবলু মন্ডল পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের মীরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। তিনি দিনাজপুরের পার্বতীপুর শহরের জসিম উদ্দীন সড়কে কসমেটিক্সের ব্যবসা করতেন।
আজ শনিবার বাবলু মন্ডল মোটরসাইকেল যোগে রেলগেট এলাকায় অতিক্রমের সময় পার্বতীপুর বাসটার্মিনাল এলাকা থেকে মালবোঝাই ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে দোকান বন্ধ করে বাবলু মন্ডল মোটরসাইকেল যোগে সুন্দরীপাড়া রেলগেট এলাকায় সড়ক অতিক্রমের সময় পার্বতীপুর বাসটার্মিনাল এলাকা থেকে ফুলবাড়ী গামী মালবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনি মারা যান।
পার্বতীপুর রেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০২ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন