ময়মনসিংহের ত্রিশালে যুবলীগ কর্মী পারভেজ (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় নবনির্বাচিত মেয়র এবিএম আনিছুজ্জামানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে নিহতের পিতা ইব্রাহিম বাদী হয়ে ত্রিশাল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। এর আগে, শুক্রবার রাতে যুবলীগ কর্মী পারভেজকে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম সুমন ও চাঁন মিয়া নামের দু'জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব