পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সভাপতি ও সাবেক শান্তিবাহিনীর নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার ডাকে রাঙামাটি জেলায় আজ ভোর ৬টা থেকে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। জানুয়ারি থেকে অসহযোগ আন্দোলনের অংশ ও প্রহসনমূলক পৌর নির্বাচনের অভিযোগ এনে অবরোধ কর্মসূচির এ ডাক দেন তিনি।
অবরোধের অংশ হিসেবে আজ সকাল থেকেই শহরের বনরূপা, ভেদভেদী, কল্যাণপুর সহবেশ কয়েকটি সড়কে পিকেটিং করছে জেএসএস নেতাকর্মীরা। তবে এখন পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, অবরোধের কারণে রাঙামাটির সকল সড়ক ও নৌ পথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অফিস আদালতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শহরে অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ ।
অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ সরবরাহ ও পৌরসভার আবর্জনা বহনকারী গাড়ি, আইন-শৃঙ্খলা বাহিনীর যান অবরোধের আওতামুক্ত রয়েছে। নাশকড়া এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এ বিষয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান জানান, অবরোধ চলাকালে এখন পর্যন্ত কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি। শহরের আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার অভিযোগ ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জুম্ম জনগণের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটিতে এ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৫/শরীফ