নেত্রকোনার মোহনগঞ্জ রেল সড়কের বারহাট্টাধীন অতিথপুর স্টেশনের অদূরে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। তার নাম দেলোয়ার হোসেন গাজী (২৮)। তিনি বারহাট্টা উপজেলার গোড়াউন্দ গ্রামের মৃত কিতাব আলী খানের ছেলে। আজ রবিবার সকাল সাড়ে সাড়ে ৮টায় ট্রেনটি মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি জানান, যুবকটি মানসিক ভারসাম্যহীন থাকায় এ ঘটনা ঘটেছে। লাশ জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৫/শরীফ