সিলেবাস শেষ না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ঘোষিত রুটিন পরিবর্তনের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে নোয়াখালী সরকারি কলেজের বিভিন্ন বিভাগের তৃতীয় বর্ষের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা 'পরীক্ষা নয়, শিক্ষা চাই’; ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক সিদ্ধান্তে পরিবর্তন চাই'সহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে।
এ সময় সমাবেশে শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীন অনার্স তৃতীয় বর্ষের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ হঠাৎ করে আগামী ২০ জানুয়ারি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে। সিলেবাস শেষ না করে পরীক্ষার রুটিন প্রকাশের মতো অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে ন্যূনতম এক মাস পর পরীক্ষা নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৬/শরীফ