লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ অজ্ঞাত পারিচয় এক যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের ধারে আদিতমারী স্বর্ণামতি সেতু এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) শাহীন আকতার জানান, স্থানীয়দের খবরে আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতু এলাকায় মহাসড়কের পার্শ্বে সামান্য মাটিচাপা দেয়া অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কাদা মাটি থাকায় পড়নের পোশাক ও চেহারা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
আদিতমারী থানার ওসি (তদন্ত) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা