মাদকসেবন করে মারধর করায় সিরাজগঞ্জের তাড়াশে মাদকাসক্ত স্বামীকে পুলিশের সোপর্দ করেছেন স্ত্রী। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
দণ্ডপ্রাপ্ত মোজাফফর হোসেন কমল (৫০) উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর গ্রামের মৃত ছবদের হোসেনের ছেলে।
তাড়াশ থানার সহকারী উপ-পরিদর্শক নুরে আলম জানান, মাদকাসক্ত মোজাফফর হোসেন কমলের স্ত্রী আঞ্জুয়ারা বেগম শনিবার সকালে মাদক সেবনের টাকা না দেয়ায় তাকে মারধর করে হাত ভেঙ্গে দেয় বলে থানায় লিখিত অভিযোগ দেয়। রবিবার সকালে মাদকাসক্ত মোজাফফর হোসেনকে বাড়ীতে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও সহকারী উপ-পরিদর্শক নুরে আলম জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা