মোবাইল ফোনের মিষ্টি কথার ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন চিরিরবন্দরের এক ক্ষুদ্র পান ব্যবসায়ী আফাজউদ্দিনের স্ত্রী দু'সন্তানের জননী (২৫)।
এ ঘটনাটি চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের নশরতপুর গ্রামের বালাপাড়ায় গত শনিবার বিকেল ৪টায় ঘটেছে।
আফাজউদ্দিন জানায়, ওই গৃহবধূকে মোবাইল ফোনে জানানো হয়- আপনার জন্য একটি সুখবর আছে। আমাদের ফোন কোম্পানির গ্রাহকদের মধ্যে একটি লটারি করা হয়েছে। লটারিতে আপনি ৫৪হাজার টাকা পেয়েছেন। এ টাকা নিতে চাইলে আপনাকে বিকাশের মাধ্যমে আমাদের এ নম্বরে ১৬ হাজার ৫শ টাকা পাঠাতে হবে। এই টাকা বিকাশের মাধ্যমে প্রদান করলেই আপনাকে ৫৪হাজার টাকা দেওয়া হবে বলে ওই বিকাশের দোকানেই অপেক্ষা করতে বলেন।
তাদের মিষ্টি কথায় রাজি হয়ে সহজ-সরল ওই গৃহবধূ রাণীরবন্দর বাজারের বন্ধু টেলিকমে এসে বিকাশের মাধ্যমে তাদের নম্বরে ১৬ হাজার ৫শ টাকা প্রদান করেন। টাকা পাঠানোর পর তিনি বিকাশের দোকানে ওই টাকার জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু বিধি বাম। টাকা পাঠানোর পর থেকেই ওই বিকাশ নম্বরটি বন্ধ হয়ে যায়। মোবাইলে কোন সংযোগ না পেয়ে ওই গৃহবধূ বিপাকে পড়ে যান।
এদিকে বিকাশের মাধ্যমে পাঠানো টাকা পরিশোধ না করার কারণে ওই গৃহবধূকে আটক করেন বন্ধু টেলিকম দোকানের মালিকের ছোট ভাই।
পরে শনিবার রাতে বন্ধু টেলিকমের মালিক সুলতান আলমসহ স্থানীয়দের নিয়ে একটি সালিশ বৈঠক হয়।
বৈঠকে বিকাশ দোকানের মালিককে এক হাজার টাকা ছাড় দিয়ে ওই পান দোকানদারকে ১৫ হাজার ৫শ টাকা দিতে হয়।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ