বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের একটি বাড়ি থেকে আটক প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে ওই গ্রামের রহিম চৌকিদারের মুরগীর খামারে ঢোকার সময় বাড়ির লোকজন অজগর সাপটিকে প্রথমে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন সাপটিকে আটক করে সুন্দরবনের ওয়াইল্ড লাইফ টিমের কাছে হস্তান্তর করে।
রবিবার দুপুরে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের ওয়াইল্ড লাইফ টিমের স্থানীয় প্রতিনিধি মো. জাকারিয়া মিঠু বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ