বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. কাদের বয়াতির ঘরে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তরা সিঁদ কেটে চেয়ারম্যানের ঘরে ঢুকে কাদের বয়াতি সহ সাতজনকে অস্ত্রের মুখে বেঁধে নগদ একলাখ টাকা ও স্বর্নালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নেয়।
পরে স্থানীয়রা লুট করা একটি মোবাইল সেট ও আংশিক মালামাল সহ বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদের মনির ঘরামী ও সোহাগ ফরাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জল কুমার দে জানান, শনিবার রাতে মুখোশাধারী দুর্বৃত্তরা সিঁদ কেটে চেয়ারম্যানের ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সাত সদস্যকে বেঁধে ফেলে। পরে নগদ একলাখ টাকা, স্বর্নালংকার ও মূল্যবান মালামাল লুট করে তারা। এ ঘটনার পর লুটের আংশিক মালামাল সহ মনির নামে একজনকে আটক করে জনতা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও কিছু মালামাল সহ সোহাগ ফরাজীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ