কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর থেকে র্যাব ৩৯০০ পিস ইয়াসাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার বিকালে এ অভিযান চালানো হয়। গ্রেফতার করা মো. ইউসুফ আলী (৪৫) কংশনগর গ্রামের তারু মিয়ার ছেলে।
র্যাব কুমিল্লারা এএসপি মং শে থোয়াই মারমা জানান, কুমিল্লারা বুড়িচং উপজেলার কংশনগর গোমতী নদীর পাড়ে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৩৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪,৪৫০ টাকাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য এগার লাখ সত্তর হাজার টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা