ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামে রবিবার সন্ধ্যায় পারিবারিক ঘটনায় জের ধরে হাত-পা বেঁধে পেট্রল ঢেলে দুই সহোদরসহ ৩ জনকে পুড়িয়ে হত্যা করেছে। এরা হলো: কবিরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আমিন (৭), শাফিন (৯) ও তাদের ফুফু জেসমিনের ছেলে মাহিন (১৪)।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আমিন ও শাফিনের চাচা ইকবাল হোসেন (৩৫)-কে গ্রেফতার করেছে।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার ইমদাদ হোসেন জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে পাষণ্ড ইকবাল হোসেন তার দুই ভাতিজা আমিন, শাফিন ও বোন জেসমিনের ছেলে মাহিনকে হাত-পা বেঁধে একটি কক্ষের ভিতর আটকে তাদের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে দুই সহোদর আমিন ও শাফিন মারা যায়। এ সময় মাহিনের আত্মচিৎকারে পরিবারের লোকেরা আশঙ্কজনক অবস্থার তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইকবাল হোসেনকে গ্রেফতার করে।
গ্রামবাসী জানান, সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এই লোমহর্ষক ঘটনা ঘটেছে ।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা