লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে সুপারি পাড়তে উঠে গাছ ভেঙ্গে পড়ে সাইফুল ইসলাম (২৪) নামের একজনের মৃত্যু হয়েছে। সে আজিজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার হাবিবুর রহমান ওরফে বাইট্টা ড্রাইভারের ২য় ছেলে। রবিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম রবিবার বিকালে পাশের এক বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে যায়। এসময় মায়ের অনুরোধে সুপারি পাড়ার জন্য নিজ বাড়ির ৬০ থেকে ৭০ ফুট উঁচু সুপারি গাছে উঠে। হঠাৎ গাছসহ ভেঙ্গে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজেমুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত সাইফুল ইসলামের লাশ তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ