ভোররাতের শক্তিশালী ভূমিকম্পে ঢাকার উপকণ্ঠ সাভারে গ্যাস লাইন পাইপ ফেটে অাগুন লাগার ঘটনা ঘটেচে। এতে নবীনগর কালিয়াকৈর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় । সাভারের বাইপাইল আবদুল্লাহপুর ও নবীনগন কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল মোড়ে এ ঘটনা ঘটে।
দমকল সূত্র জানায়, ৬.৭ মাত্রার ভূমিকম্পে সেখানকার বিসমিল্লাহ্ আজমেরি প্লাজার সামনে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ সরবরাহ লাইন ফেটে যায়। এরপর সেখান থেকে বের হয়ে আসা গ্যাসের আগুনে লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ডিইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা হামিদুর রহমান জানান, প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভূমিকম্পের প্রচণ্ড কাঁপুনিতে লাইন পাইপ ফেটে এই ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি। পরে সড়কের আগুন নিভিয়ে ফেলার পর স্বাভাবিক হয় যান চলাচল।
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ