লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মেহরাজ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি, ককটেলসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে আহত মেহরাজকে পুলিশী পাহারায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ভোররাতে লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নের জাফরপুর গ্রামে পুলিশ ও ডাকাতদলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় মেহরাজ আহত হয় বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইন ও ডাকাতির পৃথক দুটি মামলা হয়েছে।
গুলিবিদ্ধ মেহরাজ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকা মেহরাজ জানান, তাকে রবিবার সন্ধ্যায় তার নিজ বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যাওয়ার পর গভীর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় তার পায়ে গুলি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (সদর) মো. নাসিম মিয়া জানান, একদল ডাকাত ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাতরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় মেহরাজ নামে এক ডাকাত সদস্যকে অস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জামাদিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা