খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের সভাপতি টেকু চাকমার নেতৃত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা পৃথকভাবে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সোমবার সকাল পৌনে ৮টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে কেক কাটে। পরে আবারও দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
র্যালি নিয়ে টাউন হলের সামনে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে। র্যালিতে আওয়ামী লীগ নেতা মংক্যচিং চৌধুরী, মংসপ্রু চৌধুরী অপু ও নির্মল চৌধুরী উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম সমর্থিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা সকাল সাড়ে ৯টায় শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সহ-সভাপতি আমির হোসেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শানে আলম পৌর নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এমপির নির্দেশে তালা ঝুলছে।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ