নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের হইডহর গ্রামে জমি সংক্রান্ত্র পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের মারামারির ঘটনায় আহত একজনের হাসপাতালে মৃত্যু। নিহত ব্যক্তির নাম সুরুজ আলী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হইডহর গ্রামের সুরুজ আলী এবং তার চাচাতো ভাই আব্দুল আলীদের সাথে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে তাদের মধ্যে কোর্টে মামলাও চলে আসছিল।
গতকাল রবিবার বিকালে জমিতে দখলদারিত্ব নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি সংগঠিত হয়। এ সময় উভয় পক্ষের ৫ জন আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাাতালে ভর্তি করে। গুরুতর আহত সুরুজ আলীর অবস্থা আশংকাজনক হলে কর্তরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারিতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর অহত সুরুজ আলীকে ময়মনসিংহে পাঠানে হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ ময়না তদন্ত শেষে নেত্রকোনায় নিয়ে আসা হবে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা