সিরাজগঞ্জে আড়াইশ পিচ ইয়াবাসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। রবিবার ভোররাতে শহরের সয়াগোবিন্দ মেসার্স সিরাজগঞ্জ পেট্টোলিয়াম এজেন্সির সামনে র্যাব-১২ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো- শহরের সয়াগোবিন্দ (থানা রোড) এলাকার আব্দুল মজিদ সরকারের দুই ছেলে আলামিন (৩৫) ও বাবু (২৫)।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জিডি(পি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সয়াগোবিন্দ মেসার্স সিরাজগঞ্জ প্রেট্রোলিয়াম এজেন্সির সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেল নিয়ে যাবার সময় ওই দুই সহোদরকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা, দুটি মোবাইল ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় সোয়া লাখ টাকা। এ ঘটনায় সদর থানার মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ