পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রবিবার সকালে পৌর শহরে একটি বনার্ঢ্য র্যালি বের হয়। র্যালি শেষ স্থানীয় মনোহরী পট্টিতে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মাহমুদুল হাসান সুজন মোল্লার সভাপতিত্বে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ও বর্তমান মেয়র এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক মাহামুদুর আলম টিটো। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা হিমেল আলম, সৌরভ শিকদার, সাইফুল ইসলাম সোাহাগ, মনিরুল ইসলাম মিলন, মহব্বাত উল্লাহ প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সোহাগ।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ