বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আজ সোমবার বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালিসহকারে শহর প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভা করে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্র লীগের সভাপতি ওবাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সভাপতি মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন ফরাজী, কলেজ শাখা সভাপতি মো. বায়জীদ সিকদার ও সম্পাদক নেয়ামুল ইসলাম নাঈম।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ