মেহেরপুরে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবা মিজানুর রহমানের ৭ দিন জেল ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকাল ৩ টার দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহীনুজ্জামান এ আদালত পরিচালনা করেন। দণ্ডিত মিজানুর রহমানের বাড়ি সদর উপজেলার দক্ষিন শালিকা গ্রামে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মাস খানেক আগে গাংনীর মারুফ হাসান নামের এক যুবকের সাথে দক্ষিণ শালিকা গ্রামের সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মেরিনা খাতুনের বিয়ে দেয়া হয়। এ খবর পেয়ে সোমবার দুপুরে কনের বাড়িতে অভিযান এ চালিয়ে কনের বাবা মিজানুর রহমানের ৭ দিন জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন