বাগেরহাটের শরণখোলায় উপজেলায় এক প্রধান শিক্ষক সরকারের বিনা মূল্যে দেয়া পাঠ্যবই টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করেছেন।
এই অনৈতিক কাজটি করেছেন উপজেলার ধানসাগর ইউনিয়নের ৩নং বাধাঁল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমা আক্তার। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার সারা দেশের ন্যায় শরণখোলা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যে সরকারি পাঠ্যবই বিতরণ করা হলেও বাধাঁল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমা আক্তার তার বিদ্যালয়ের শিশু শ্রেণি-থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শতাধিক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ২৫ থেকে ৩০ টাকা নিয়েছেন। আর যেসব ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা টাকা দিতে অনীহা প্রকাশ করেছে তাদেরকে বই না দিয়ে ফিরিয়ে দিয়েছেন।
বাধাঁল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী রনি, নয়ন, জান্নাতি, নজরুল, আফসান, মাকসুদা, বুলবুলিসহ অভিভাবক রুপবান বিবি, আমেনা বেগম, কাজী মন্নু এবং স্কুল পরিচালনা কমিটির সদস্য ফরিদ আহম্মেদ, রেজাউল করিম পল্টু জানায়, সরকারের দেয়া বিনামূলে বিতরনের জন্য দেয়া পঠ্য বই বিতরণ কালে প্রধান শিক্ষক জসিমা আক্তার ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ২৫ থেকে ৩০ টাকা করে নিয়েছেন। টাকা না দেয়ায় অনেক ছাত্র-ছাত্রীকে প্রধান শিক্ষক বই না দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এভাবে প্রধান শিক্ষক শতাধিক ছাত্র-ছাত্রীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক হাজার টাকা। তার জামাতা ওই বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি থাকার কারণে তিনি কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মত বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন।
ধানসাগর ইউপি সদস্য মো. রেজাউল করিম পল্টু বলেন, ছাত্র-ছাত্রীদের নিকট থেকে বই বিতরণের নামে টাকা গ্রহণসহ বিভিন্ন দুর্নীতির বিষয় উল্লেখ করে তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।
বাধাঁল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ইলিয়াস হোসেন বলেন, টাকা গ্রহণের বিষয়টি তিনি জেনেছেন। শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণকৃত টাকা অবিলম্বে ফেরৎ দেয়ার জন্য ইতিমধ্যে প্রধান শিক্ষককে বলা হয়েছে।
শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশতাক আহম্মেদ জানান, বিষয়টি তার নজরে এসেছে। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমা আক্তারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন