বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক ও নাশকতাসহ পাঁচ মামলার আসামি বিএনপি নেতা কবির হোসেন তালুকদারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার চালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কবির ওই গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে এবং ধুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার জানান, বিগত দিনে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধসহ বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি পালনকালে নাশকতা সৃষ্টি এবং হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে আহত করে। এ সব ঘটনায় তার বিরুদ্ধে ধুনট থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়। এর পর থেকে কবির হোসেন পলাতক ছিলেন। রবিবার রাতে বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন