নোয়াখালী জেলা শহরের দক্ষিণাঞ্চলের সোনাপুর, শ্রীপুর, মহব্বতপুর, জালিয়াল, দত্তেরহাট, উত্তর লক্ষ্মীপুর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘদিন থেকে গ্যাস সরবরাহ না পেয়ে সীমাহীন দুর্ভোগে রয়েছে।
আজ সোমবার দুপুরে ৬টি গ্রামের নারী-পুরুষ গ্যাস সরবরাহের দাবিতে জেলা শহর মাইজদী অবস্থিত বাখরাবাদ গ্যাস অফিস ঘেরাও করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস এর নিকট স্বারকলিপি প্রদান করেন।
এ সময় এলাকাবাসীর পাশা পাশি স্থানীয় কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ, মমতাজুল করিম বাচ্ছু, সংরক্ষিত নারী কাউন্সিলর ফরিদা ইসলাম কর্মসূচিতে অংশ নেয়।
বক্তরা অভিযোগ করেন প্রতি দিন ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকে না। এতে গ্রাহকরা সীমাহীন দুর্ভোগের শিকার হলেও মাসের শেষ গ্যাস ব্যবহার না করে ও বিল দিতে হয়। এ ব্যপারে বার বার গ্যাস অফিসে অভিযোগ দেয়া হলে ও কর্তৃপক্ষ সমস্যার সমাধানে কোন উদ্যোগ গ্রহন করেনি।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন