কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি পেট্রলপাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। এ সময় পাম্পের একাংশের শেডে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে।
আজ সোমবার বিকেল ৫টার কিছু পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন উপজেলার লাটিমী এলাকায় ইউনিভার্সেল পেট্রলপাম্পে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইমরান, সাহাদাত, শরীফ, হারুন ও মানিককে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অগ্নিদগ্ধদের শরীরের প্রায় ২০ থেকে ৩০ ভাগ দগ্ধ হয়েছে।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, সন্ধ্যা ৫টার কিছু পরে ইউনিভার্সেল পেট্রলপাম্পের এলপি গ্যাস সিলিন্ডার সেকশনে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাম্পের একাংশের শেডে আগুন ধরে যায়।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন