গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে হেলাল মোল্লা (৩৪) ও কাশিয়ানী উপজেলার চাপ্তায় হাসি খানম (১৩) নিহত হয়েছেন।
নিহত হেলাল মোল্লা বাগেরহাটের রামপুরা গ্রামের আবদুল বারিক মোল্লার ছেলে এবং হাসি খানম কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের নুর ইসলামের মেয়ে।
গোপালগঞ্জ ও কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছেন, নিহত হেলাল মোল্লা মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে গোপালগঞ্জ শহরে আসছিলেন। ঘটনাস্থলে একটি যাত্রীবাহী লোকাল বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর চাপ্তা এলাকায় একটি দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে হাসি খানম ঘটনাস্থলে মারা যান। এ সময় আরো চারজন আহত হন।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন