টুঙ্গিপাড়ায় ৬৮ ফুট (২৬০ পাউন্ড) লম্বা কেক কেটে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় সোমবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কেক কাটা হয়।
এর আগে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা রং ও পাউডার উড়িয়ে আনন্দ প্রকাশ করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধিতে শোভাযাত্রাটি শেষ হয়। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বি এম তৌফিক ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন