বাগেরহাটের মোড়েলগঞ্জে দুই যাত্রীবাহী মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মোড়েলগঞ্জের কালিকাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুল মোল্লার (৩২) বাড়ি মোড়েলগঞ্জের বলয়বুনিয়ায়। দুর্ঘটনার পর তাকে গুরুতর আহতাবস্থায় মোড়েলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অপর চালক চিন্ময় (৩৫)- এর বাড়ি পিরোজপুরের জিয়ানগরে। তিনি শিক্ষকতার পাশাপাশি ভাড়ায় মটরসাইকেল চালাতেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিন্ময়ের মৃতদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ