মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালি এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কাজল হোসেন (২২) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাজল ওই গ্রামের সাঈদ মল্লিকের ছেলে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রচন্ড গতিতে মোটরসাইকেল চালানোর সময় বোয়ালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাজল একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ