খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল মংজয় চাককে দা দিয়ে কুপিয়েছে তার সহকর্মী মো. ফারুক মিয়া। গুরুতর আহত অবস্থায় মংজয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফারুককে আটক করা হয়েছে।
জেলার লক্ষ্মীছড়ি থানা ভবনে মঙ্গলবার বেলা ১১টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে সহকর্মী মংজয় চাককে দা দিয়ে কোপায় মো. ফারুক মিয়া।
খাগড়াছড়ি থানার পুলিশ সুপার (এসপি) মজিদ আলী জানান, পুলিশ সদস্য মো. ফারুককে আটক করা হয়েছে। তার বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিজয় মজুমদার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কনস্টেবল মংজয় চাককে হাসপাতালে অজ্ঞান অবস্থায় নিয়ে আসা হয়। তার শরীরের ছয় জায়গায় কোপ দেওয়া হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ