সুনাগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গোপালপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৩১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের মধ্যে এ রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তাহের মিয়া পক্ষের ২৫ জন ও আজাদ মিয়া পক্ষের ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের সুনামগঞ্জপ সদর হাসপালে চিপিকৎসা শেষে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গোপালপুর গ্রামের আজাদ মিয়া ও তাহের মিয়া পক্ষের মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ৩১ জন আহত হন।
দোয়ারবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি আপসে নিষ্পত্তির চেষ্টার করছেন স্থানীয়রা।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা