ঝিনাইদহ সদর উপজেলার রাধানগর গ্রামে নাসির উদ্দীন বিশ্বাস নামে (৪১) এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত নাসির উদ্দীন সাগান্না ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও রাধানগর গ্রামেজালাল উদ্দীন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে তার হত্যাকারী ভাই ও ভাতিজারা পলাতক রয়েছেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যুবদল নেতা নাসির উদ্দিনের তার ভাই ও ভাতিজাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বেলা ১১টার দিকে জমিজমা নিয়ে তর্কবির্তকের সৃষ্টি হয়। একপর্যায়ে নাসিরের ভাই আব্দুর রশিদ, লুৎফর রহমান ও আব্দুল ওহাবসহ ভাতিজারা জোটবদ্ধ হয়ে তাকে কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থার পরিবারের লোকেরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থান মৃত্যু হয়।
এ ব্যাপারে সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা আলাউদ্দীন আল মামুন জানান, জমিজমা ও পারিবারিক বিরোধের কারণে ভাই ও ভাতিজারা নাসিরকে কুপিয়ে হত্যা করেছে। নাসির ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানান।
সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বদিউর রহমান জানান, থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা